রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন

অনলাইন ডেস্ক | আপডেট: রবিবার, অক্টোবর ২৯, ২০২৩

খুলনায় ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন
খুলনার বৈকালীতে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে খুলনা-যশোর মহাসড়কের বৈকালী বাজারে রাস্তার পূর্ব পাশে বিএনপির ১৪ নম্বর ওয়ার্ড কার্যালয়ে আগুন দেওয়া হয়।

রোববার  (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে খুলনা-যশোর মহাসড়কের বৈকালী বাজারে রাস্তার পূর্ব পাশে বিএনপির ১৪ নম্বর ওয়ার্ড কার্যালয়ে আগুন দেওয়া হয়। এতে কার্যালয়ের টেবিল-চেয়ারসহ সব আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এই কার্যালয়টির বিপরীতে রাস্তার পশ্চিম পাশে আওয়ামী লীগের কার্যালয়।

জানতে চাইলে খুলনা বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, আওয়ামী লীগের লোকজন আমাদের কার্যালয়ে আগুন দিয়েছে।

বৈকালীতে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার বিষয়ে জানতে চাইলে খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, আমরা বিএনপি কার্যালয়ে আগুনের খবর পেয়ে সেখানে গিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করেছি।
0 Comments